রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

একাধিক পদে লোকবল নেবে খাদ্য অধিদফতর

চাকরির খোঁজ ডেস্ক

একাধিক পদে লোকবল নেবে খাদ্য অধিদফতর

খাদ্য অধিদফতর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২টি পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদফতরটি। মোট ১ হাজার ৩৭৭ জন নিয়োগ পাবেন এ অধিদফতরে। ১৩ থেকে ১৯তম গ্রেডভুক্ত এসব পদের আবেদন শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : উপ-খাদ্য পরিদর্শক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ইলেকট্রিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ ও স্প্রেম্যান।

১৩৭৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে উপ-খাদ্য পরিদর্শক পদে ৩৫৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৬ জন নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। সহকারী উপ-খাদ্য পরিদর্শক নেওয়া হবে ২২২ জন। সাইলো অপারেটিভ ১৪৪ জন। এ ছাড়া সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১১ জন, উচ্চমান সহকারী পদে ৪ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৩ জন, মেকানিক্যাল পদে ২ জন। ইলেকট্রিক্যাল ফোরম্যান ২ জন, অপারেটর ১৭ জন, সহকারী ফোরম্যান ৩ জন, মিলরাইট ৫ জন ও ইলেকট্রিশিয়ান ১০ জন, ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে ৬৮ জন, ল্যাবরেটরি সহকারী ২ জন, সহকারী অপারেটর ৩৩ জন, স্টেভেডর সরদার ৬ জন, ভেহিক্যাল মেকানিক ৯ জন, সহকারী মিলরাইট ৬ জন, মিল অপারেটিভ ১১৭ জন এবং স্প্রেম্যান ৭ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন করতে হবে : যোগ্য প্রার্থীদের অনলাইনে http://dgfood.teletalk.com.bd এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে অনলাইনে। আবেদনের বয়স : প্রার্থীর বয়স গত ৩১ আগস্টে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের সময়সীমা : ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ খবর