রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নতুন কর্মক্ষেত্রে প্রশ্ন করতে ভয় পাবেন না

চাকরির খোঁজ ডেস্ক

নতুন কর্মক্ষেত্রে প্রশ্ন করতে ভয় পাবেন না

চাকরির শুরুতে সবারই এমন এক নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। নতুন কর্মক্ষেত্রে প্রশ্ন করার বিষয়ে ভয় পাওয়া যাবে না। নতুন কর্মক্ষেত্রের সব বিভ্রান্তি দূর করতে প্রশ্ন করার কোনো বিকল্প নেই। আপনার ওপর অর্পিত কোনো দায়িত্ব যদি আপনি বুঝতে না পারেন, তবে তা না বুঝে করা ঠিক হবে না। এক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে অভিজ্ঞরা প্রশ্ন করার ওপর বিশেষ জোর দেন। নিজের কাজ ভালো করে বোঝার জন্য এবং ঠিকমতো শেষ করার জন্য বারবার যোগাযোগ করা এবং কাজ সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।

এক্ষেত্রে আপনি যার অধীনে চাকরি করছেন, অর্থাৎ আপনার বসের কাছ থেকে আবারও কাজের পরিধি সম্পর্কে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নিতে হবে। প্রয়োজনে পুরো কাজ আবারও বুঝে নিতে হবে। অফিসে কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের অসংগতি এড়ানোর জন্য প্রতিটি কাজই নিশ্চিত হয়ে শুরু করা উচিত। পাশাপাশি সামাজিক কর্মকান্ড অফিস সংস্কৃতির একটি সাধারণ অংশ, তা সে হোক বৃহস্পতিবার সন্ধ্যার মিলন মেলা বা সাপ্তাহিক ছুটির দিন কোনো সহকর্মীর বাসায় সম্মিলিত আড্ডা। আপনি যদি অফিসে নতুন হন তবে এই সামাজিক কাজগুলোতে অংশ নিয়ে আপনি সহকর্মীদের সঙ্গে আরও সহজ হতে পারবেন ও তাদের সান্নিধ্যে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। নিজের যোগাযোগের আওতা বাড়ানোর মোক্ষম সুযোগ এই সামাজিক কর্মকান্ডগুলো।

সর্বশেষ খবর