বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্ত্রী জোহরা রাহমানের কাছে লেখা কবির চিঠি

স্ত্রী জোহরা রাহমানের কাছে লেখা কবির চিঠি

স্ত্রী জোহরা রাহমানের সঙ্গে কবি শামসুর রাহমান

প্রিয়তমাসু,

এখন বিকেল নামছে আমেরিকার এই ছোট্ট, নিরিবিলি, সুন্দর শহরে। বিকেল নামছে গাছপালায়, চার্লস নদীতে, গির্জের চূড়ায়। আমি যে সরাইখানায় আছি, তার গায়ে। এই সরাইখানার নাম ‘লাইম ইন’। ভারি সুন্দর, প্রায় বাগানবাড়ির মতো। আধুনিক, বিরাট হোটেলের মতো না এটা, এখানে অতিথিদের ভিড় নেই, হৈচৈ নেই। ছোট শহরের দূর কোণে এই সরাইখানা। অল্পসংখ্যক মানুষ এই সরাইখানার ক্ষণিকের অতিথি। দু’চার দিন থাকবে, তারপর যাত্রা করবে যে যার দিকে। এ জায়গাটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন ইত্যাদি তুলকালাম শহরের পর এই শান্ত নিরিবিলি জায়গাটা কেমন আপন মনে হয়। মনে হয়, বারবার মনে হয়, তোমরা আমার সঙ্গে থাকলে কত ভালোই না লাগত আমার। কিছুতেই ভুলতে পারি না, বিশ্বাস করো, তোমার কথা, ছেলেমেয়েদের কথা। যেখানেই যাই, তোমাদের মুখ ভেসে ওঠে। তখনই মন কেমন উদাস হয়ে যায়, ছুটে যেতে ইচ্ছে হয় তোমাদের কাছে। তোমরা ভালো আছো তো?

হয়তো ঢাকায় এখন বৃষ্টি। হয়তো বৃষ্টির পানি চুঁইয়ে চুঁইয়ে পড়ছে ছাদ থেকে, বেল ফুলের সবুজ পাতা থেকে। খুব দেখতে  ইচ্ছে হয় সেসব দৃশ্য, মন কেমন করে আমাদের ছোট্ট উঠানের কথা ভেবে। আর মন কেমন করে আমাদের বিছানার কথা ভেবে, যেখানে ঘুমাই আমরা দুজন। যেখানে শুয়ে শুয়ে ভাবি কবিতার লাইন, আলসেমি করি ও স্বপ্ন দেখি। খোদা চাহে তো জুন মাসের ১২ তারিখ সকাল সাড়ে ছ’টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছবো। ভালোবাসা।

 

শামসুর রাহমান

২১ মে ১৯৭৯, হ্যানোভার, হ্যামশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র

সর্বশেষ খবর