প্যারিসে শুক্রবার গভীর রাতে ভয়াবহ জঙ্গি হামলার জেরে মুম্বাইসহ মহারাষ্ট্রের বেশক'টি শহরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার জঙ্গি আক্রমণের শিকার হয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। প্যারিসে অ্যাটাকেও মুম্বাই হামলার সঙ্গে মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা। যে কারণে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল প্রবীণ দীক্ষিত জানান, প্যারিসে জঙ্গি হামলা দেখার পরপরই সুরক্ষার কথা ভেবে রাজ্য পুলিশের প্রতিটি ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি মুম্বাইয়েও হাই অ্যালার্ট জারি হয়েছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) দেবেন ভারতী।
হামলার আশঙ্কা করে গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বিমানবন্দর ছাড়াও শপিংমলগুলোতে নিরাপত্তার নজরদারি বেড়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘুরে ঘুরে নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন।শুক্রবার রাতে ফ্র্যান্সে আত্মঘাতী জঙ্গিহামলায় ১৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত শতাধিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এমন ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেনি।
সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা