১৬ নভেম্বর, ২০১৫ ১৯:৩২

বিশ্বের সবচে' সুরক্ষিত বিমানের পাশে এয়ার ইন্ডিয়া ওয়ান

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচে' সুরক্ষিত বিমানের পাশে এয়ার ইন্ডিয়া ওয়ান

বহুবার একফ্রেমে এসেছেন মোদি-ওবামা। কিন্তু দু'দেশের রাষ্ট্রপ্রধানের ‘সরকারি বাহন’ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, এ দৃশ্য আগে কখনও দেখা গিয়েছে বলে কার্যত কেউই মনে করতে পারছেন না। তবে তুরস্কের শহর আন্তালেতে জি-২০ সম্মেলনে সেই দৃশ্যটাই দেখা গেল।

বর্তমানে জি-২০ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুরস্কে রয়েছেন।শনিবার রাতে লন্ডন থেকে এখানে পৌঁছেছেন মোদী, আর এদিন সকালে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৌঁছেছেন ওবামা। আন্তালে বিমানবন্দরে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি ‘বাহন’ এয়ার ইন্ডিয়া ওয়ান (যার পোশাকি নাম এআইসি০০১) ও ওবামার ‘বাহন’ এয়ার ফোর্স ওয়ানকে পাশাপাশি দাঁড় করানো হয়েছে। বলা হয়, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান হল এয়ার ফোর্স ওয়ান। তেমনই নিরাপদ এয়ার ইন্ডিয়া ওয়ান-ও। ভারতীয় বায়ুসেনার দ্বারা পরিচালিত এই বিমানে রয়েছে অ্যান্টি-মিসাইল সিস্টেম, অত্যাধুনিক জ্যামার এবং মাঝ-আকাশে জ্বালানি ভরার ব্যবস্থাও।

সূত্র: কলকাতা২৪x৭


বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর