২১ নভেম্বর, ২০১৫ ১১:২৪

গোসল না করে ১২ বছর...

অনলাইন ডেস্ক

গোসল না করে ১২ বছর...

পানির অপর নাম জীবন। পানি না খেয়ে মানুষ বাঁচে না। আবার গোসল ছাড়াও মানুষ সুস্থ থাকতে পারে না। কিন্তু ইংল্যান্ডের নিকি হার্স্ট টানা ১২ বছর শরীরে পানি লাগাননি। পানি নাকি একেবারেই সহ্য হয় না তার। ত্বকে এক ফোঁটা পানি লাগলেই অসুস্থ হয়ে পড়েন নিকি। গত ১২ বছর ধরে এ সমস্যার কারণে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। 

কিন্তু পানি ছাড়া জীবন যাপন অসম্ভব ব্যাপার। দৈনন্দিন অত্যাবশ্যকীয় কাজগুলো হাতে গ্লাভস পরে তারপরই করেন নিকি। ৫০ লক্ষ মানুষের মধ্যে এমন ঘটনা কেবল একজনের ক্ষেত্রেই ঘটতে পারে বলে জানিয়েছেন ডাক্তাররা। শুধু তাই নয়, পানি পান করাটাও বিপজ্জনক হয়ে পড়েছে নিকির জন্য। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পানি দেয়া হয়।

প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। তাহলে কি নিকি সুস্থ হবেনই না! ডাক্তাররা বলছেন, এরকম নিয়মিত চিকিৎসা নিতে থাকলে, বাঁচতে অসুবিধা নেই তার, তবে পুরোপুরি সুস্থ হবেন কিনা তা অনিশ্চিত।


সূত্র: জি২৪


বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর