২৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৬

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ভারত-পাক সেনা

অনলাইন ডেস্ক

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ভারত-পাক সেনা

নতুন করে ফের ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনা শুরুর উদ্যোগকে স্বাগত জানাল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, দুদেশের মধ্যে জটিল বিষয়গুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলাই শ্রেষ্ঠ উপায়। এ ব্যাপারে দুদেশের নেতারা যে চেষ্টা শুরু করেছেন, তা অত্যন্ত সাধু প্রয়াস বলে জানিয়েছে আমেরিকা। অন্যদিকে, ভারত-পাকিস্তানের সম্পর্কের নতুন মেরুকরণ নিয়ে আমেরিকা যখন উৎসাহের বার্তা দিচ্ছে, তখন জম্মু-কাশ্মীর সীমান্তে নিরাপত্তার প্রশ্নে দুইদেশের সেনার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে সম্মত হয়েছে। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারত-পাকিস্তান সেনা অফিসারদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। ওই বৈঠকেই ঠিক হয়, সীমান্তে উভয়পক্ষই সংযত এবং সহযোগিতার সঙ্গে কাজ করবে। একে অপরের মধ্যে নিয়মিত যোগাযোগ রেখে নজরদারি চালাবে। দুদেশের সেনাবাহিনীর এই ইতিবাচক পদক্ষেপকে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই দেখছেন কূটনীতিকরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আবহে দুপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন, ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া নাগরিকদের ফেরানো, সীমান্তে নির্মাণের কাজ সহ একাধিক বিষয়ে দুপক্ষই আলোচনার মাধ্যমে কাজ করবে।


সূত্র: কলকাতা২৪x৭.কম


বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর