৩০ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৯

ধূমপানে রেহাই নেই পোষাপ্রাণীরও

অনলাইন ডেস্ক

ধূমপানে রেহাই নেই পোষাপ্রাণীরও

অধূমপায়ীদের উপর ধূমপানের পরোক্ষ প্রভাবের কথা আমরা এতদিন জেনে আসছি। তবে প্রাণী বিশেষ করে পোষাপ্রাণী
যেমন কুকুর ও বিড়ালের উপর এর কোনো প্রভাব আছে কিনা তা আমাদের অজানা ছিল। সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। পোষাপ্রাণীর উপরও ধূমপান মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে স্কটল্যান্ডের গ্লাসসো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে। পোষাপ্রাণী বিড়াল ও কুকুরের উপর ধূমপানের পরোক্ষ প্রভাব [সেকেন্ড হ্যান্ড] কি তা জানার লক্ষ্যেই গবেষণাটি চলছে। আগামী বছর গবেষণপত্রটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। খবর এএফপির

গবেষণায় দেখা গেছে, ধূমপানের প্রভাবে পোষাপ্রাণীদের কিছু প্রাণী ক্যান্সার রোগ, কোষের ক্ষতি ও ওজনবৃদ্ধিসহ নানা স্বাস্থ্যসমস্যায় ভোগার উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র প্রাণী চিকিৎসাবিষয়ক অধ্যাপক ক্লেয়ার নটেনবেল্ট বলেন, 'ধূমপান যে পোষাপ্রাণীর উপর প্রভাবে ফেলতে তা তাদের মালিকদের ভাবনায়ও আসে না।'
তিনি আরো বলেন, 'আমাদের গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে বাড়িতে ধূমপান পোষাপ্রাণীদের উপর সরাসরি প্রভাব রয়েছে।'
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর