১০ জানুয়ারি, ২০১৬ ১০:৫১

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে বাড়ছে যৌন নির্যাতন!

অনলাইন ডেস্ক

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে বাড়ছে যৌন নির্যাতন!

মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক অ্যাকাডেমিতেই যৌন নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়ছে। গত বছরের চেয়ে এখনও পর্যন্ত যৌন নির্যাতনের ঘটনার সংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ বেড়ে গেছে বলেই কার্যত স্বীকার করে নিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান দফতর পেন্টাগনের কর্মকর্তারা। খবর কলকাতা টোয়েন্টি ফোরের।
 
খবরে বলা হয়, আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, দেশটির বিমান বাহিনীতে ২০১৪-২০১৫ সালে যৌন হয়রানির অভিযোগ প্রায় ৯১টি মামলা হয়েছে। ২০১১ সালের পর থেকে বিমান বাহিনী অ্যাকাডেমিতে এটাই সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা বলে বর্ণনা করছেন সে দেশের সামরিক পর্যবেক্ষকরা। একইসঙ্গে ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমির ক্যাডেটরা ১৭টি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, নৌ অ্যাকাডেমিতে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। মার্কিন সামরিক অ্যাকাডেমিতে নারীরাই বেশিভাগ যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন। তবে ওয়েস্ট পয়েন্ট মিলিটারে অ্যাকাডেমিতে ১২ ভাগ এবং নৌ ও বিমান বাহিনীতে যথাক্রমে ১৬ এবং ১০ ভাগ পুরুষের ওপর যৌন হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে ২০১৪-২০১৫ সালে যৌন হয়রানির মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গেছে। গত বছর যেখানে মাত্র ২০টি যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল, সেখানে এই বছর ২৮টিরও বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই সংখ্যা দিন দিন বাড়তে থাকায় চিন্তিত পেন্টাগন। ইতিমধ্যে সমস্যা যাতে আর না বাড়ে সেজন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হলেও সেই ব্যবস্থা কতটা কাজে আসবে তা নিয়ে চিন্তিত খোদ কর্মকর্তারা নিজেরাই!

সূত্র: কলকাতা টোয়েন্টি ফোর

বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর