২০ জানুয়ারি, ২০১৬ ১১:৫৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেলের দামের পতন

অনলাইন ডেস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেলের দামের পতন

পরমাণু চুক্তির সব শর্ত পূরণ করায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্যসহ জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী জোট। আর ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দর নেমে গেল ২৮ ডলারের নিচে।

গত শনিবারই প্রায় এক দশক ধরে ইরানের ওপর চেপে থাকা আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা তোলার কথা ঘোষণা দেয় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এরপর সোমবার দুপুরে উন্নত মানের তেল ব্রেন্টের দর নেমে যায় ৮০০ ডলারের নিচে।

ইরানও জানিয়েছে, প্রাথমিকভাবে রফতানির পরিমাণ দিনে ৫ লক্ষ ব্যারেল বাড়াবে তারা। কিন্তু তাদের তেল বাজারে আসার আগেই চাহিদা ও জোগানের ভারসাম্যের যা হাল, তাতে বিশ্ব বাজারে তেলের দর ২০ ডলারের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যার প্রভাব পড়বে ভারতবর্ষেও।

সূত্র: ২৪ঘণ্টা

বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর