২১ জানুয়ারি, ২০১৬ ১২:৫৮

মোদির বুকের মাপ তাহলে ৫৬ নয়, ৫০ ইঞ্চি!

অনলাইন ডেস্ক

মোদির বুকের মাপ তাহলে ৫৬ নয়, ৫০ ইঞ্চি!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌর বাবাসাহেব বিমরাও আম্বেদকার ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে মোদির জন্য একটি বিশেষ গাউন [আচকান] বানানোর প্রয়োজনে তার শরীরের মাপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দফতরের সঙ্গে যোগাযোগ করে। তখন মোদির দফতর থেকে দর্জিকে দেয়ার জন্য তার বুকের মাপ ৫০ ইঞ্চি এবং কাঁধের মাপ ২১ ইঞ্চি বলে উল্লেখ করা হয়। অথচ মোদির বুকের মাপ ৫৬ ইঞ্চি বলে এতদিন লোকমুখে প্রচলিত ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার

বুকের মাপ ৫৬ ইঞ্চি [ছাপ্পান্ন ইঞ্চ কি ছাতি] কিনা বিতর্কটি মোদি নিজেই ২০১৪ সালে দেশটির সাধারণ নির্বাচনে তুলেছিলেন। সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবের এক মন্তব্যের প্রেক্ষিতে মোদি বলেছিলেন, 'নেতাজি [সুভাস চন্দ্র বসু] বলেছিলেন উত্তর প্রদেশকে আরেক গুজরাট বানানোর জন্য যা দরকার মোদির তা নেই। আরেকটি গুজরাট গড়ার জন্য কী দরকার হয় আপনি কি জানেন?... এজন্য দরকার একটি ছাপান্ন ইঞ্চ কি ছাতি [৫৬ ইঞ্চির বুক]।'

মোদি নিজের বুকের মাপ সম্পর্কে সত্যিকার অর্থেই এই কথা বলেছিলেন না এটি শুধু তার রাজনৈতিক বক্তব্য ছিল তা অবশ্য পরিস্কার নয়। সত্যি সত্যি বা রাজনৈতিক বক্তব্য-ই হোক, মোদির বুকের মাপ আসলেই ৫৬ ইঞ্চি কিনা তা নিয়ে মানুষের মাঝে বেশ আগ্রহ আছে। তাই আম্বেদকার ইউনিভার্সিটির সমাবর্তনে মোদির জন্য আচকান তৈরি উপলক্ষ্যে ব্যাপারটি পুনরায় অালোচনায় এলো।

মোদির সোনালি রঙের আচকানটি বিশ্ববিদ্যালয়ের তরফে দিল্লির নামকরা দর্জি অনীল নানদা তৈরি করেছেন। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটি রাজনৈতিক বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর