২৩ জানুয়ারি, ২০১৬ ১০:৫৫

'মন চাইলে গরুর মাংস খাবো'

নিজস্ব প্রতিবেদক

'মন চাইলে গরুর মাংস খাবো'

ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি'র জনপ্রিয় উপস্থাপক বরখা দত্ত বলেছেন, মন চাইলে তিনি গরুর মাংস খাবেন। গতকাল শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে (জেএলএফ) হিন্দুস্থান টাইমস সেশনে তিনি এ কথা বলেন।

ভারতের লেখক শোভা দের একটি বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে বরখা দত্ত বলেন, আমি মনে করি না, গরু নিয়ে রাজনীতির কারণে আগামী নির্বাচনে মোদির পরাজয় হবে। কারণ তার বিকল্প কেউ নেই।

শোভা দের এক প্রশ্নের জবাবে বরখা বলেন, রাহুল গান্ধী কখনোই মোদির বিকল্প নয়। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল তাই, যা রাহুল গান্ধী হতে চেয়েছিলেন। কিন্তু রাহুলের সেই সাহস নেই।

এনডিটিভির ওই উপস্থাপক বলেন, ‘মন চাইলে আমি গরুর মাংস খাবো এবং এজন্য আমাকে হত্যা করা উচিত নয়।’ বলিউড অভিনেতা শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করায় ‘হতাশ’ হয়েছেন বরখা। তিনি বলেন, ‘আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শাহরুখ খানসহ অনেকের হারানোর কিছু নেই। তাই তাদের ঝুঁকি নেওয়া এবং সমালোচনা মোকাবিলা করা উচিত।


সূত্র: হিন্দুস্থান টাইমস


বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর