৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১০

মাঝ আকাশে বন্ধ এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিন

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে বন্ধ এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। ৯০ জন যাত্রীসহ বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেল মাঝ আকাশেই।ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। বোয়িং ৭৮৭-৮০০ বিমানটির ইঞ্জিন আচমকা সুইচড অফ হয়ে যায়। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ইঞ্জিনটি খতিয়ে দেখছেন এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা। জার্মানির স্থানীয় সময় বেলা ১টা ৩২ মিনিটে বিমানটিকে নামিবে আনা হয় বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

সোমবার সকাল ৬ টা ৫০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় মাঝ আকাশে একটি ইঞ্জিন বন্ধ করতে বাধ্য হয় পাইলট। এরপর তিনি তিনি ফ্রাঙ্কফুর্টে অবতরণের অনুমতি চান।

সূত্র: কলকাতা২৪


বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর