১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৯

অন্তর্বাসের চালানে বিলিয়ন ডলারের মাদক 'অাইস' জব্দ

অনলাইন ডেস্ক

অন্তর্বাসের চালানে বিলিয়ন ডলারের মাদক 'অাইস' জব্দ

সিলিকন ব্রা ও শিল্পকর্মের দুটি পৃথক চালানে তল্লাশি চালিয়ে অস্ট্রেলিয়ান পুলিশ প্রায় ১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমমূল্যের মাদক 'আইস' [যার প্রকৃত নাম মেথিল্যামফেটামাইন] জব্দ করেছে।  তরল এই মাদক জব্দের ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম বলে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক চীনা ও হংকংয়ের ৩ নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে।  খবর সিএনএন'র

অস্ট্রেলিয় কেন্দ্রীয় পুলিশ আজ জানায়, জব্দ হওয়া তরল মাদক আইস'র মোট পরিমাণ ৭২০ লিটার। এর মধ্যে প্রায় ১৯০ লিটার গত বছরের ডিসেম্বরে হংকং থেকে আসা জেল ব্রার একটি চালান থেকে খুঁজে পায় দেশটির শুল্ক কর্মকর্তারা। মাদকগুলো মূলত ব্রার সঙ্গে সংযুক্ত কয়েক হাজার স্টিকের মধ্যে লুকানো ছিল। একটি গুদাম থেকে এই পরিমাণ মাদক জব্দের ঘটনা ঘটে। এ সময় হংকংয়ের এক নাগরিককে গ্রেফতার করা হয়।

আর বাকি ৫৩০ লিটার 'অাইস' একটি শিল্পকর্ম [অার্ট সাপ্লাইস] চালান থেকে জব্দ করা হয়। সিডনির একটি গুদামে এই চালান রাখা ছিল। এ ঘটনায় এক চীনা নাগরিক ও হংকংয়ের অারো ২ নাগরিককে গ্রেফতার করা হয়। মাদকের আমদানি ও তৈরির সঙ্গে যোগসাজশে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র: সিএনএন


বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর