১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২২

পিরিয়ড্‌স-এর সময়ে নারীদের ছুটি, চীনে আইন

অনলাইন ডেস্ক

পিরিয়ড্‌স-এর সময়ে নারীদের ছুটি, চীনে আইন

পিরিয়ড্‌স-এর যন্ত্রণাময় দিনগুলোয় নারীদের ছুটি নেওয়ার বন্দোবস্ত করে দিল চীনের আনহুই প্রদেশ। বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত নারী মাসে দু’দিন ছুটি নিতে পারবেন। এর আগে দেশটির শানজি, হুবেই প্রদেশে এটা চালু রয়েছে। 

জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানেও এমন নিয়ম চালু আছে নারীদের জন্য। এই সবেতন ছুটি পেতে অবশ্য চিকিৎসকের সার্টিফিকেট দেখাতে হবে।

আনহুই প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাসের এই সময়ে নারীদের অনেকেই রীতিমতো কষ্ট পান। সেই যন্ত্রণা নিয়ে কাজে আসা রীতিমতো দুঃসাধ্য। দেখা গেছে, প্রতি ১০ জন নারীর মধ্যে অন্তত ২ জন এই যন্ত্রণায় ভোগেন। তাই এই ছুটি দেওয়া একান্তভাবেই প্রয়োজন।


সূত্র: এবেলা


বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর