২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৪

পারভেজ মোশারফের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

পারভেজ মোশারফের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা

অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা এবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বিরুদ্ধে। শনিবারই পাকিস্তানের এক নিম্ন আদালত মুশারফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। মৌলবাদী ঘাজি আব্দুল রসিদ খুনের মামলাতেই এই পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে খবর, ২০০৭ সালে লাল মসজিদ ঘেরাও অভিযানে মৌলবাদী ঘাজি আব্দুল রসিদসহ বহু নিরীহ মানুষের মৃত্যু হয়। তৎকালীন পাক প্রেসিডেন্ট মোশারফের নির্দেশে এই ঘটনা ঘটায় তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সেই মামলাতেই এদিন মোশারফের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দায়রা বিচারক। আগামী ১৬ মার্চের মধ্যে মোশারফকে আদালতে পেশ করার ব্যাপারে পুলিশকে নির্দেশও দেন তিনি। বলা যায়, মোশারফের আবেদন নাকচ করেই তাকে আদালতে পেশ হওয়ার নির্দেশ দিলেন দায়রা বিচারক।

উল্লেখ্য, মৌলবাদী ঘাজি আব্দুল রসিদ খুনের মামলায় ৫৫ বার শুনানি হয়। কিন্তু একবারও আদালতে হাজিরা দেননি সাবেক পারভেজ মোশারফ। হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি চেয়ে আদালতে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন তাঁর আবেদন খারিজ করে দিলেন বিচারক।  

সূত্র: কলকাতা২৪
  

বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর