২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪২

এবার 'জিকা' প্রতিরোধে ড্রোন

অনলাইন ডেস্ক

এবার 'জিকা' প্রতিরোধে ড্রোন

বেশ কয়েকমাস ধরেই ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় ঘুরে বেড়াচ্ছে জিকা। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। কিন্তু প্রতিহত করা যেন বেশ কঠিন। এবার ব্রাজিল জিকা প্রতিরোধে সাহায্য নিচ্ছে প্রযুক্তির। জিকা প্রতিরোধে সাও পাওলোর আকাশে উড়ছে ড্রোন। 

জিকার উৎস হলো মশা। জিকাকে রুখতে হলে আটকাতে হবে মশার জন্ম। ব্রাজিলে এই কাজটাই করবে ড্রোন। সাও পাওলোর আকাশে উড়তে থাকা অসংখ্য ড্রোন ওপর থেক নজর রাখবে শহরের সেইসব জায়গেয় যাখানে মশা জন্মাতে পারে যেমন বাড়ি সংলগ্ন বাগানে বা ছাদে। মশার চিহ্ন ড্রোনের চোখে ধরা পড়লেই দ্রুত তা নিধনের ব্যবস্থা করা হবে। এভাবে যদি শুরুতেই  মশার জন্ম রুখে দেয়া যায় তবে জিকাকে আটকানো সম্ভব হবে।

সূত্র: জি২৪

 

বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর