৬ মার্চ, ২০১৬ ১১:০১
এশিয়া কাপ টি-২০ ফাইনাল

'ফিফটি-ফিফটি গেম'

অনলাইন ডেস্ক

'ফিফটি-ফিফটি গেম'

আজ সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপ টি -২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও টি ২০ ক্রিকেটের বর্তমান শীর্ষ দল ভারত। বাংলাদেশ এই টুর্নামেন্টে ভারত ছাড়া বাকি সবগুলো দলকে হারিয়েই ফাইনালে উঠে। অার ভারত বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকটি দলকে হারিয়েই শীর্ষ দল হিসেবেই ফাইনালে উঠে আসে। তবে যেকোনো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল যে সামর্থ্যের দিক দিয়ে কেউ কারো চেয়ে কম না তা ক্রিকেট বোদ্ধাসহ সংশ্লিষ্টরা স্বীকার করে থাকেন। যেমন আজকের এশিয়া কাপ টি-২০'র ফাইনাল নিয়েও একই কথা বলেছেন ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

স্বাগতিক হওয়াতে টাইগাররাই যে আজকের ম্যাচে এগিয়ে তা স্বীকার করেছেন ধোনি। তার ভাষায়, 'যেকোনো ভালো দল যদি তারা হোম টিম হয়, তাহলো সবসময়ই কন্ডিশন সম্পর্কে তাদের বেশ ভালো জানাশোনা থাকে। তাই কোনো হোম টিমকে হারানো সবসময়ই কঠিন।' ঢাকায় সাংবাদিকদেরকে আজকের ম্যাচ সম্পর্কে একথা বলেন তিনি।

বিগত বছরগুলোয় বাংলাদেশ উত্তরোত্তর উন্নতি করেছে। টাইগাররা তা মাঠে প্রমাণও করেছে। ফলে আজকের ফাইনাল বেশ জমবে বলেও পূর্বাভাস ধোনির। তিনি বলেন, 'গত কয়েক বছরে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। তারা তাদের সামর্থ্যের উন্নয়ন ঘটিয়েছে। তাই ফাইনাল বেশ চমৎকার হবে।'

ফাইনাল ম্যাচ হওয়ায় যে কারোরই জয়ের সম্ভাবনা রয়েছে বলেও মত ধোনির কারণ তাদের মধ্যে সামর্থ্যের দিক দিয়ে খুব একটা পার্থক্য থাকে না। ধোনির ভাষায়, 'কোনো ভালো দল ও ততটা ভালো নয় এমন দলের মধ্যে কোনো বিশেষ দিনে পার্থক্য হচ্ছে স্রেফ ওই দিনের পারফরম্যান্স।'

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হবে। এখন পর্যন্ত বাংলাদেশ কেবল একবারই ফাইনালে উঠেছে তা হলো ২০১২ সালে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। আর ১৯৮৪ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। খবর ডনের 

বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর