১৬ মার্চ, ২০১৬ ১২:৪৮

ভারতীয় ভিসা পেলেন না ৭ পাকিস্তানি কূটনীতিক: আনন্দবাজার

অনলাইন ডেস্ক

ভারতীয় ভিসা পেলেন না ৭ পাকিস্তানি কূটনীতিক: আনন্দবাজার

জটিলতা ছিল ভারত-পাকিস্তান নিয়েই। ধর্মশালায় নিরাপত্তার প্রশ্ন ওঠায় সেই ম্যাচ এখন কলকাতার ইডেনে স্থানান্তর করা হয়েছে। কিন্তু, সেই খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

আগামী ১৯ মার্চ ইডেনে খেলা। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছে। সেই খেলা দেখতে ৭ জন পাক কূটনীতিকের কলকাতায় আসার কথা ছিল। মঙ্গলবার পাকিস্তান অভিযোগ করেছে, ভারতের বিদেশমন্ত্রণালয় ওই ৭ জনের ভিসার অনুমতি দেয়নি। 

মন্ত্রণালয় সূত্রের খবর, ভিসা ব্যাপারটি জাতীয় নিরাপত্তার স্বার্থেই ভীষণ সংবেদনশীল। অনেক কিছু খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঠানকোট কাণ্ডের পর থেকে এমনিতেই দু’দেশের সম্পর্ক বেশ টানটান। বিভিন্ন পাকিস্তানি জঙ্গি সংগঠন প্রায় প্রতি দিনই ভারতকে হুমকি বার্তা পাঠাচ্ছে। এমনকী, সীমান্ত সংঘর্ষও প্রায় লেগেই থাকে। এর মধ্যে আগামী কয়েক দিনের মধ্যেই নেপালে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা। এমন পরিস্থিতিতে পাক কূটনীতিকদের ভিসা না দেওয়াটা বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর