১৭ মার্চ, ২০১৬ ১০:৫৮

মাদাম তুসোয় মোদির মূর্তি, কত হবে ছাতির মাপ?

অনলাইন ডেস্ক

মাদাম তুসোয় মোদির মূর্তি, কত হবে ছাতির মাপ?

আবার লন্ডন চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকাপাকিভাবে। মাদাম তুসরি জাদুঘরে থাকবে মোদির মোমের মূর্তি!

জনপ্রিয় ওই জাদুঘরের তরফে আজ জানানো হয়েছে, তাদের লন্ডন, সিঙ্গাপুর, হংকং এবং ব্যাঙ্কক শাখায় শীঘ্রই রাখা হবে ভারতের প্রধানমন্ত্রীর মূর্তি। চলতি বছরের শুরুতেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর মাপজোক নিয়ে গেছেন জাদুঘরের শিল্পীরা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষেই দর্শকেরা মোদির মোমের মূর্তি দেখতে পাবেন। নমস্কার করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মোদির মূর্তির গায়ে থাকবে ক্রিম রঙের কুর্তা, মোদি জ্যাকেট। ভারতীয় মুদ্রায় মূর্তি পিছু খরচ পড়বে প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকা। 

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটা প্রশ্ন ঘুমপাক খাচ্ছে, মূর্তিতে প্রধানমন্ত্রীর ছাতির মাপ কত থাকবে? ৫৬ ইঞ্চি?  

মাদাম তুসোর জাদুঘরের মুখপাত্র কিয়েরান লানচিন বলেন, ‘‘বিশ্ব রাজনীতিতে মোদি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমেরিকার এক পত্রিকার সমীক্ষায় গত বছর বিশ্বের ১০ জন প্রভাবশালীর তালিকায় তিনি ছিলেন শীর্ষে। আমাদের দর্শকরাও মোদির মূর্তি রাখার দাবি করেছেন।’’ 

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে। টুইটারের ফলোয়ার সংখ্যা অনুযায়ী বিশ্বনেতাদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার পরেই মোদি। কিয়েরানের কথায়, ‘‘শীঘ্রই মোদির মূর্তির পাশে দাঁড়িয়ে দর্শকেরা সেল্‌ফি তুলতে পারবেন।’’ 

প্রসঙ্গত, গত নভেম্বরে মোদির ব্রিটেন সফরের সময় প্রদর্শশালা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ২০১৭ সালে তারা নয়াদিল্লিতেও শাখা খোলার কথা ভাবছেন।   

নিজের মূর্তির ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মাদাম তুসোর মিউজিয়ামে বিশ্বের অনেক ব্যক্তিত্বের মূর্তি রয়েছে। তাদের পাশে আমার মূর্তি? অবাক হয়েছিলাম। তবে যখন শুনলাম, জনতার দাবি মেনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— ভালো লাগল। মাপজোকের সময় শিল্পীদের ধৈর্য দেখে অভিভূত। তিন বা চারবার মাদাম তুসোর মিউজিয়ামে গেছি। সে সময়ে অনেক মূর্তির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছি’। তবে এবার তিনি নিজের মূর্তির উদ্বোধন করবেন কি না, তা এখনও জানা যায়নি। 

মাদাম তুসোর জাদুঘরে ইতোমধ্যেই রয়েছে শচীন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, হৃত্বিক রোশনের মূর্তি। তবে প্রধানমন্ত্রীদের তালিকা দেখলে মোদির স্থান পঞ্চম। লন্ডনে ওই প্রদর্শশালায় প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং পি ভি নরসিংহ রাওয়ের মূর্তিও রয়েছে। 

মাদাম তুসোর শিল্পীরা দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর যে মাপজোক নিয়েছিলেন, তার বিভিন্ন ভঙ্গিমার ছবি প্রদর্শশালার তরফেই আজ প্রকাশ করা হয়েছে। সেই ছবিগুলির কোনওটিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর চোখ-মুখের মাপ নেওয়া হচ্ছে। আবার কোনওটিতে হাতের পাতা থেকে কব্জির মাপ দিচ্ছেন। প্রতিটি ছবিতেই মোদি হাস্যময়। বিরোধীরা অবশ্য বলছে, সেল্‌ফি-প্রিয় প্রধানমন্ত্রী নিজের মূর্তি বসবে শুনে উচ্ছ্বসিত হবেন, তাতে আর সন্দেহ কী! 


সূত্র: এবেলা


বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর