২১ মার্চ, ২০১৬ ১২:১২

ব্যাট উপহার দিয়ে বিদায় আফ্রিদিদের

অনলাইন ডেস্ক

ব্যাট উপহার দিয়ে বিদায় আফ্রিদিদের

শনিবারের হারের পর টিম বাসে ইডেন থেকে হোটেলে ফেরেন তারা। পথে নাকি কেউ একটা কথাও বলেননি। এমনকি, রাতের খাবারও ঠিকমতো খায়নি পাক ক্রিকেটাররা। পরদিন অর্থাৎ টরবিবার ফ্লাইট ধরার জন্য ভোর সওয়া পাঁচটার দিকে হোটেল ছাড়েন তারা। ইডেনে হারের ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই বুঝি কলকাতা ছাড়লেন শহীদ আফ্রিদিরা। শনিবার রাতে ভারতের কাছে হারের পর স্বাভাবিকভাবেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। 

হোটেল ছাড়ার আগে নয়াদিল্লির পাক দূতাবাস থেকে আসা কর্মকর্তাদের গোটা দলের সই করা ব্যাট উপহার দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। সূত্রের খবর অনুযায়ী তখনও ক্রিকেটারদের চোখে দেখা গেছে ভারতের বিরুদ্ধে হারের হতাশা। দলের সঙ্গে থাকা স্থানীয় ম্যানেজারকে নিজের ব্যাট উপহার দিয়ে যান মোহাম্মদ হাফিজ। উপহার দেওয়া হয় টি শার্টও।


সূত্র: এবেলা 


বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর