২ এপ্রিল, ২০১৬ ১৩:৪৯

মোদির জন্য খাদির পোশাকে এয়ার ইন্ডিয়ার কর্মীরা

অনলাইন ডেস্ক

মোদির জন্য খাদির পোশাকে এয়ার ইন্ডিয়ার কর্মীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিধেয় হাফস্লিভ খাদি কুর্তা এখন ফ্যাশন দুনিয়ায় স্পেশাল স্টাইল সিগনেচার। তার পছন্দের জ্যাকেটও ঝড় তুলেছিল চলতি ফ্যাশনে। আর এভাবেই নিজের পোশাকে বরাবরই খাদিকে প্রমোট করেছেন প্রধানমন্ত্রী। এখন থেকে তাই এয়ার ইন্ডিয়ার যে বিমানে তিনি বিদেশযাত্রা করেন, সেই বিমানের কর্মীরাও সকলে পরবেন খাদির পোশাকই।

খাদিকে বরাবরই প্রচারের আলোয় টেনে এনেছেন মোদি। এর আগে দেশবাসীর কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, বেশি করে খাদির পোশাক কিনতে ও পরতে। ব্যক্তিগত পোশাক বা পরিবারের জন্য কিন্তু উপহার দেওয়ার ক্ষেত্রেও খাদির পোশাকের উপর জোর দিতে অনুরোধ করেছিলেন তিনি। খাদির পোশাক পরা যে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, এমনটাও বলেছিলেন। আর তাই এবার থেকে খাদির পোশাকই হবে এয়ার ইন্ডিয়ার কর্মীদের ইউনিফর্ম। এয়ার ইন্ডিয়ার সঙ্গে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের চুক্তি মোতাবেক নেওয়া হল এই সিদ্ধান্ত। ‘এআই ০০১' ফ্লাইটের কর্মীদের জন্যই ধার্য হচ্ছে এই পোশাক। গতমাসেই কেভিআইসি-র কাছে ২৫০০০ টি ‘অ্যামেনিটি কিটস'-এর জন্য প্রায় ১.২১ কোটি টাকার অর্ডার দিয়েছে এয়ার ইন্ডিয়া সংস্থা।

সূত্র: সংবাদ প্রতিদিন


বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর