৬ এপ্রিল, ২০১৬ ১১:৫০

একটি পাখিও আসাম সীমান্ত পার হতে পারবে না: অমিত শাহ

অনলাইন ডেস্ক

একটি পাখিও আসাম সীমান্ত পার হতে পারবে না: অমিত শাহ

অভিবাসী ইস্যুতে কংগ্রেস এবং দলের সভাপতি সোনিয়া গান্ধীকে আক্রমণ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেছেন, আসন্ন বিধান সভা নির্বাচনে আসামে তার সরকার ক্ষমতায় আসলে একটা পাখিও সীমান্ত পার হতে পারবে না। 

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার আসামে এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আগামী সোমবার বাংলাদেশের অন্যতম সীমান্ত রাজ্য আসামে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার এবং শেষবারের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অমিত শাহ। 

এই নির্বাচনে বাংলাদেশি অভিবাসী ইস্যু গুরুত্ব পাচ্ছে। অমিত শাহের মতে, নিজেদের ভোট ব্যাংক বাড়াতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সীমান্ত খুলে অবৈধ অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছেন।

অমিত শাহ বলেন, তরুণ গগৈ কিংবা কংগ্রেস যদি চাইতো তাহলে গত ৫০ বছরে তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে পারতো। কিন্তু করেনি। তিনি বলেন, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এবং আসামে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে একটা পাখিও সীমান্ত পার হয়ে আসতে পারবে না।

বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর