২৪ এপ্রিল, ২০১৬ ১৬:১২

বহুদিন মুস্তাফিজের মতো বোলিং দেখা যায়নি: আনন্দবাজার

অনলাইন ডেস্ক

বহুদিন মুস্তাফিজের মতো বোলিং দেখা যায়নি: আনন্দবাজার

মোট ২৪টি বল, তার মধ্যে ১৭টিই ডট! চার ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে দু’টি উইকেট। শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের এই বিধ্বংসী স্পেলই গুঁড়িয়ে দিল মিলার-ম্যাক্সওয়েলদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। এর মধ্যে পঞ্জাবের ইনিংসের শেষ ওভারেই নিজের স্পেল শেষ করতে এসে দিলেন মাত্র ৬ রান। পাশাপাশি তুলে নিলেন একটি উইকেটও। 

রবিবার ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এভাবেই প্রশংসায় ভাসিয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, মুস্তাফিজের প্রথম ওভারে তো রীতিমতো নাকানি চোবানি খেলেন মনন ভোরা। বলের লাইন-লেংথ কিছুই বুঝতে না পেরে রান আউটই হয়ে গেলেন তিনি। মুস্তাফিজুরের মারাত্মক কাটারে আউট হলেন ক্রিজে জমে যাওয়া পরিস্থিতির দাবি মেনে ভয়ঙ্কর হয়ে উঠা শন মার্শও। সবশেষে পত্রিকাটি বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, এমন বোলিং বহুদিন দেখা যায়নি। 

বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর