৮ মে, ২০১৬ ১২:১৬

এটা কোন রিয়্যালিটি শো নয়, ট্রাম্পকে ওবামা

অনলাইন ডেস্ক

এটা কোন রিয়্যালিটি শো নয়, ট্রাম্পকে ওবামা

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াই হচ্ছে। কোন রিয়্যালিটি শো চলছে না বলে ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দিলেন প্রসিডেন্ট বারাক হোসাইন ওবামা।

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একাংশের মাতামাতির কারনেই তিনি এ মন্তব্য করেছেন। রিপাবলিকানদের এত দুর্দশা যে ডোনাল্ড ট্রাম্পের মতো এক জনকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করতে হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন ওবামা।

রিপাবলিকানদের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের টিকিট পাওয়া মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পর বারাক ওবামা এই প্রথম বার মুখ খুললেন ট্রাম্প সম্পর্কে। প্রেসিডেন্ট যা বললেন, তা ট্রাম্পের পক্ষে গৌরবজনক তো নয়ই, রিপাবলিকানদের পক্ষেও যথেষ্ট অস্বস্তিকর। ওবামা বলেছেন, ‘‘এটা কোন আমোদ প্রমোদ নয়, এটা কোন রিয়্যালিটি শো নয়। এটা আমেরিকার রাষ্ট্রপতিত্বের জন্য লড়াই।’’ 

কোন রাখঢাক করেননি বারাক ওবামা। ট্রাম্পের নাম করেই সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘রিপাবলিকানদের প্রার্থী বেছে নেওয়ার পদ্ধতি এবং মিস্টার ট্রাম্প সম্পর্কে পূর্ণ সম্মান রেখেই বলছি, বিভিন্ন ইস্যুতে ট্রাম্প যে সব অবস্থান নিয়েছেন, তা নিয়ে অনেক আলোচনা উঠতে চলেছে। তার দীর্ঘ রেকর্ড খতিয়ে দেখার প্রয়োজন আছে। অতীতে ট্রাম্প যে সব মন্তব্য করেছেন, সেগুলি আমাদের কারও ভুলে যাওয়া উচিত নয় বলেই আমি মনে করি।’’

ডোনাল্ড ট্রাম্প এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির টিকিট পাওয়ার লড়াইতে যখন থেকে নেমেছিলেন, তখন থেকেই নানা বিতর্কের জন্ম দিতে শুরু করেছেন তিনি। তার নানা মন্তব্য প্রচুর নিন্দা এবং বিক্ষোভের জন্ম দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু ট্রাম্প কোন কিছুতেই বিচলিত নন। এর আগে খোদ রিপাবলিকান নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ট্রাম্পের নিন্দায় সরব হন। এ বার ডেমোক্র্যাট নেতা তথা বর্তমান প্রেসিডেন্ট ওবামার গলাতেও একই সুর। 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি যে বিষয়টার উপর জোর দিতে চাইছি তা হল, প্রেসিডেন্ট নির্বাচন সত্যিই একটা সিরিয়াস বিষয় এবং আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত বিষয়টা নিয়ে আমরা কতটা সিরিয়াস।’’

ওবামা এদিন রিপাবলিকান পার্টির নেতৃত্বকেও এক হাত নিয়েছেন। ধনকুবের ডোনাল্ড ট্রাম্প যে ভাবে রিপাবলিকান টিকিট পাওয়ার দৌড়ে অন্য রিপাবলিকান নেতাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন, তা নিয়েই ওই দলের নেতৃত্বের সমালোচনা করেন ওবামা। 

তিনি বলেন, ‘‘কোনও সন্দেহ নেই যে রিপাবলিকান পার্টির মধ্যেও বিতর্ক শুরু হয়ে গিয়েছে এই নিয়ে যে, রিপালবলিকানরা আসলে কারা এবং কাদের প্রতিনিধিত্ব তারা করেন। শুধু রিপাবলিকান নেতারা নন, রিপাবলিকান ভোটাররাও এখন ভাবছেন যে তাদের মুখপাত্র হওয়ার বা তাদের মূল্যবোধ তুলে ধরার জন্য এই ট্রাম্প কি আদৌ যোগ্য ব্যক্তি?’’

আমেরিকার সঙ্গে অন্য দেশের সম্পর্ক এবং আমেরিকার বহুত্বের সংস্কৃতি ট্রাম্পের হাতে সুরক্ষিত থাকবে না বলে ওবামা মনে করছেন। আমেরিকার মত দেশের প্রেসিডেন্ট পদে ট্রাম্প বসলে গোটা পৃথিবী বিপদের সম্মুখীন হতে পারে বলেও প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন বারাক ওবামা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-০৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর