৮ জুন, ২০১৬ ১১:০০

দিল্লি আক্রমণের ছক কষছেন দাউদ!

অনলাইন ডেস্ক

দিল্লি আক্রমণের ছক কষছেন দাউদ!

ভারতে আবারও আক্রমণের ছক কষছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এবার তার টার্গেট দিল্লি। ইন্টেলিজেন্স সূত্রের বরাত দিয়ে ভারতীয় বাংলা সংবাদপত্র সংবাদ প্রতিদিন জানিয়েছে, দিল্লি রেলস্টেশন, মেট্রোরেল, আইজিআই এয়ারপোর্ট, সংসদ ভবনকে টার্গেট করেছে তার ‘ডি’ কোম্পানি।

সম্প্রতি পুনের এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে জেরায় বেরিয়ে এসেছে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর চাপে নাকি ভারতে হামলার ছক কষছে দাউদ৷ পত্রিকাাটির দাবি, এই অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দাউদের পরিচয় বহু পুরনো।

এদিকে, এই ভয়াবহ পরিকল্পনার কথা প্রথমে জানতে পারে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলার থানা। এরপর এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ইন্টেলিজেন্স ব্যুরো।

এতদিন পর্যন্ত এই দাউদ ইব্রাহিমের হামলা করার প্রধান জায়গা ছিল মুম্বাই। ১৯৯৩ সালের মুম্বাই ব্লাস্ট-কাণ্ডের প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বরাবরই টার্গেট করেছে দেশের বাণিজ্য নগরীকে। কিন্তু এবারই পরিকল্পনা বদলে দিল্লিকে আক্রমণের ছক কষেছে দাউদ।

সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর