৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩২

দিল্লির সরকারি স্কুলের ৭৪% শিক্ষার্থী বই পড়তে পারে না!

অনলাইন ডেস্ক

দিল্লির সরকারি স্কুলের ৭৪% শিক্ষার্থী বই পড়তে পারে না!

প্রতীকী ছবি

ভারতের দিল্লির সরকারি স্কুলের বেহাল শিক্ষাব্যবস্থার ছবি তুলে ধরেছেন রাজ্যেরই উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। জানালেন, রাজ্যের সরকারি স্কুলের ৭৪ শতাংশ শিক্ষার্থীই বই পড়তে পারে না। এবিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে তিনি শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।

সিসোডিয়ার কথায়, আমি জেনে অবাক হয়েছি যে দিল্লির স্কুলের তিন-চতুর্থাংশ ছেলেমেয়ে নিজের পাঠ্য বইটুকু উচ্চারণ করে পড়তে পারে না। এ ব্যাপারে শিক্ষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছি। আমাদেরই দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের একাজে সাহায্য করতে হবে বলে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপ-মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীদের জন্য সবসময় অনুকূল পরিস্থিতি থাকে না। মানুষ জাতি, ধর্মের ভিত্তিতে লড়াইয়ে নেমে পড়ে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে এসবের ঊর্ধ্বে উঠে তাদের কাজটা ঠিকঠাক করে সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে।

মনীশ সিসোডিয়ার কথায়, আমরা সেরা চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করে চলেছি, তবে মানুষ তৈরি করতে পারছি না। এই বিষয়ে সকলকে এগিয়ে এসে যোগদানের কথাও বলেন তিনি।
সূত্র: ওয়ান ইন্ডিয়া

বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর