১১ অক্টোবর, ২০১৬ ১৬:১৫

যে কারণে নারীরা বেছে নিলেন পর্নোগ্রাফির ভাষা

অনলাইন ডেস্ক

যে কারণে নারীরা বেছে নিলেন পর্নোগ্রাফির ভাষা
আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মহিলাদের হেয় প্রতিপন্ন করে নানা মন্তব্য করে এখনো বিতর্কিত হচ্ছেন। এবার তাকে জবাব দিতে এগিয়ে এলেন নারীরাও। মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছেন টুইটারকে। সেখানে যৌন হয়রানির শিকার হওয়ার গল্পগুলো বলছেন তারা।
 
কানাডীয় লেখিকা কেলি অক্সফোর্ড প্রথম ওই উদ্যোগ নেন। তিনি ছোটবেলার যৌন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন টুইটারে। তিনি লিখেছেন, বাসে ওঠার পর একজন আমার শরীর স্পর্শ করেন। আমি তার দিকে তাকানোর পর তিনি হেসেছিলেন। তখন আমার বয়স ছিল ১২।
 
আর এর পরেই কেলি অক্সফোর্ডকে ফলো করে আরও বেশ কয়েকজন নারী এগিয়ে এসেছেন। শেয়ার করছেন নিজের অভিজ্ঞতা। যার জেরে টুইটারে উঠে আসছে নারীদের রোমহর্ষক অভিজ্ঞতার কথা। যেখানে নেই কোনও সেন্সরশিপ, রয়েছে শুধু নির্ভেজাল তথ্য।
 
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর