২৯ অক্টোবর, ২০১৬ ১১:৫১

‘গুলশান হামলার অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি’

অনলাইন ডেস্ক

‘গুলশান হামলার অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি’

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় চালানো হামলায় ব্যবহৃত অস্ত্র ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আর এটি তৈরিতে সহায়তা করেছে পাকিস্তানি অস্ত্র বিশেষজ্ঞরা। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, গত সেপ্টেম্বরে কলকাতা স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গোয়েন্দাদের কাছে এসব তথ্য জানিয়েছে। 

ঐ সন্ত্রাসী জানায়, বিহারের মানগার থেকে আগত অস্ত্র প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পাকিস্তানের উপজাতীয় অস্ত্র প্রস্তুতকারকরা গোপনে মালদা সফর করেন। সীমান্তবর্তী জেলা মালদার একটি ঘাঁটিতে একে-২২ তৈরি করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে এসব অস্ত্র বাংলাদেশে পাচার করা হয়।
 
এনআইএ কর্মকর্তাদের ধারণা, প্রশিক্ষণ প্রদানকারী পাকিস্তানিরা দারা আদম খেল সম্প্রদায়ের মানুষ। তাদের নিবাস পেশোয়ার ও কোহাটের মধ্যবর্তী একটি গ্রামে। দারা আদম খেল সম্প্রদায়টি আধুনিক অস্ত্র অনুরুপ অস্ত্র তৈরি করে দিয়ে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর