৬ নভেম্বর, ২০১৬ ১১:২৭

বৃন্দাবনের আশ্রমে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত 'গুরু'

অনলাইন ডেস্ক

বৃন্দাবনের আশ্রমে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত 'গুরু'

আশ্রমকে নিরাপদ এবং সুরক্ষিত বলেই ধরে নেয়া হয় এবং ভক্তরা তা বিশ্বাসও করেন। অথচ আশ্রমের মতো জায়গায় ধর্ষণের শিকার হতে হল এক নারীকে। আর ধর্ষণের অভিযোগ উঠল সেই আশ্রমেরই প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বৃন্দাবনের একটি অাশ্রমে। 

গত ২৮ জুলাই দিল্লি থেকে স্বামীর সঙ্গে বৃন্দাবনের বিপিন মহারাজ গুরুর রাসবিহারী ট্রাস্ট চ্যারিটেবল আশ্রমে গিয়েছিলেন ওই নারী। উদ্দেশ্য ছিল আশ্রম প্রধানের সঙ্গে দেখা করা। কিন্তু আশ্রমে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তার। ধর্ষণের শিকার নারী জানান, আশ্রম প্রধান তার স্বামীকে কিছু কাগজপত্র কিনে আনার ছুতোয় বাজারে পাঠিয়ে দেন। আর সেই সুযোগেই তাকে ধর্ষণ করেন। এমনকি ওই নারীকে হুমকিও দেওয়া হয় যাতে তিনি এ ঘটনা তার স্বামী বা আর কাউকে না জানান। আর এ কারণেই ওই নারী তাৎক্ষণিকভাবে স্বামীকে কিছুই জানাননি। কিন্তু দিল্লি ফিরে সব কথা খুলে বলেন।

পরে দিল্লির এক থানায় আশ্রম প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। সেই অভিযোগ বৃন্দাবন পুলিশের কাছেও পাঠানো হয়। শুক্রবার নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


সূত্র: সংবাদ প্রতিদিন। 

 

বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর