৮ নভেম্বর, ২০১৬ ২১:৩২

সীমান্তে উত্তাপের মধ্যেই করাচিতে নামল ভারতীয় বিমান, প্রাণহানি

অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তাপের মধ্যেই করাচিতে নামল ভারতীয় বিমান, প্রাণহানি

ফাইল ছবি

উরি হামলার পর থেকেই ভারত পাকিস্তান দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। মাঝে বেশ কিছুটা সময় কেটে গেলেও দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হতে এখনও অনেক সময় লাগবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দু’দেশের আকাশ দিয়ে একে অন্যের বিমানকে যেতে দেওয়ার অনুমতি নিয়েও প্রচুর জলঘোলা হয়েছে। এ সবের মধ্যেই ভারতীয় জেট এয়ারওয়েজ-এর একটি বিমান জরুরি অবতরণ করল পাকিস্তানের করাচি বিমানবন্দরে। খবর এবেলার।

খবরে বলা হয়, সোমবার রাত ১২টা ৫ মিনিটে নিউ দিল্লি বিমানবন্দর থেকে বিমানটি আকাশে ওড়ে। বিমানের গন্তব্য ছিল কাতার। উড়ানের কিছুক্ষণের মধ্যেই এক যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন বিমানের মধ্যে। এ অবস্থায় বিমানচালকদের কাছে দুটি রাস্তাই খোলা ছিল। বিমানটি ফিরিয়ে পুনরায় নিউ দিল্লি বিমানবন্দরে নিয়ে যাওয়া অথবা মাঝের কোন বিমানবন্দরে জরুরি অবতরণ করা। 

তাদের সবথেকে কাছে ছিল করাচি বিমানবন্দর। তাই উপায় না দেখে করাচি বিমানবন্দরেই তারা জরুরি অবতরণ-এর সিদ্ধান্ত নেন। রাত ১টা বেজে ৫৭ মিনিটে বিমানটি করাচি বিমানবন্দর অবতরণ করে। তবে পাইলটরা যথাসম্ভব চেষ্টা করলেও যাত্রীটিকে দুর্ভাগ্যবশত বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর