শিরোনাম
৩০ আগস্ট, ২০১৭ ১৭:৩৭

ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন

অনলাইন ডেস্ক

ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন

টিম বাংলাদেশের জয়ে এভাবেই শিরোনাম করেছে ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা। এমনকি এ জয়কে তার ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দিয়েছে করেছে সাকিব বন্দনা।

ঐতিহাসিক জয়। অনবদ্য পারফরম্যান্স। এবং দুরন্ত সাকিব। ঢাকায় ১১ বাঙালির গর্জনে ছিটকে গেল বিশ্বের অন্যতম সেরা দল। টেস্টে প্রথম বার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল, খেলা চলছে সাকিব অল হাসান বনাম ১১ অস্ট্রেলীয় ক্রিকেটারের। ওয়ার্নার-স্মিথের ব্যাটে যখন চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে বাংলাদেশ, তখনই এল সাকিবের সেই স্পেল। একে একে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা। 

নবম উইকেটে ২৯ রান যোগ করে যখন ফের একবার জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া, তখন ফের সাকিবের হুঙ্কার। লায়নকে আউট করে দেশকে এক অসাধারণ জয় এনে দিলেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার। ম্যাচে ১০ উইকেট এবং ৮৯ রান করে ম্যান অব দ্য ম্যাচও হলেন তিনিই।

বিডিপ্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর