শিরোনাম
৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১২:০৪

সরকারের সমালোচনা করায় তানজানিয়ায় সংবাদপত্র নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

সরকারের সমালোচনা করায় তানজানিয়ায় সংবাদপত্র নিষিদ্ধ

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তানজানিয়ায় সরকারের সমালোচনা করায় একটি সাপ্তাহিক সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছে। গত বুধবার এক প্রতিবেদনে সরকারকে ব্যর্থ আখ্যায়িত করায় ৯০ দিনের জন্য 'রাইয়া মুয়েমা' নামের ওই সাপ্তাহিকটি বন্ধ করে দেয়া হয়।

এর আগেও সাপ্তহিকটিকে সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছিল। কিন্তু এর পরও সরকারবিরোধী খবর ছাপায় নিষিদ্ধ হতে হয়েছে সাপ্তাহিকটিকে।

'রাইয়া মুয়েমা' সাপ্তাহিকের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, ২০১৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন ও গত বুধবারের প্রতিবেদনটির জন্য এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এক সপ্তাহ আগেই তানজানিয়ায় 'মুয়ানাহালিসি' নামের একটি ট্যাবলয়েড দুই বছরের জন্য বন্ধ করে দেয়া হয়। সহিংসতা ছড়িয়ে দেয়া অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : আফ্রিকা নিউজ

বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর