১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:৩৩

মুখ্যমন্ত্রী গরীব হলেও উপচে পড়ছে সাংসদদের অর্থের ঝুলি!

অনলাইন ডেস্ক

মুখ্যমন্ত্রী গরীব হলেও উপচে পড়ছে সাংসদদের অর্থের ঝুলি!

ভারতে ২৯টি রাজ্যের গরীব মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতা ব্যানার্জী দুই নম্বরে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের ধনী সাংসদদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মমতার দলের নেতারাই। সংসদের দুই কক্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গের ৫৭ জন সাংসদের মধ্যে কোটিপতি ৩৫ জন। এর মধ্যে ২৯ জনই মমতা নেতৃত্বাধীন তৃণমূলের সাংসদ।

বেসরকারি নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ভারতের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষা চালায়।

ত্রিপুরার মানিক সরকারের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী। তবে মমতা গরিব হলেও, লোকসভায় তার দলের অর্ধেকের বেশি সাংসদই কোটিপতি। তালিকার সব চেয়ে উপরে অভিনেতা দেব। তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। সব চেয়ে কম সম্পত্তি ঝাড়গ্রামের উমা সোরনের, ৪.৯৯ লাখ টাকা।

রাজ্যসভাতে এক নম্বরে তৃণমূল সাংসদ কে ডি সিংহ। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮৩ কোটি টাকা। সব চেয়ে নীচে ৩.১৯ লাখ টাকার সম্পত্তির মালিক তৃণমূলের নাদিমুল হক।

গুরুতর ফৌজদারি অভিযোগে এক নম্বরে কংগ্রেসের অধীর চৌধুরী। ১৬টি মামলা রয়েছে তার নামে। এর পরে তৃণমূলের ইদ্রিশ আলি, ৯টি ফৌজদারি মামলায় অভিযুক্ত। ৪টি মামলা রয়েছে সদ্য জেলফেরত তাপস পালের নামে।

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর