৭ জানুয়ারি, ২০২২ ১২:২২

চুয়াডাঙ্গায় সাইট্রাস ফলের চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাইট্রাস ফলের চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সারাদেশের কৃষি উদ্যোক্তাদের নিয়ে চুয়াডাঙ্গায় সাইট্রাস ফলের চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার শহরের মুন্সিপাড়া এলাকার মনমিলা গার্ডেনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান।

কৃষি বায়োস্কোপের পরিচালক তালহা জুবাইর মাসরুর জানান, কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ ও ড. ফারুক আহমদ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।

সারাদেশের ১৫০ কৃষি উদ্যোক্তাকে নিয়ে এ কর্মশালায় আয়োজন করে। এতে লেবুজাতীয় ফলচাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে বিশেষজ্ঞরা এ চাষে সংশ্লিষ্ট ও আগ্রহীদের নানা প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি বায়োস্কোপের পরিচালক তালহা জুবাইর মাসরুর। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর