৭ জানুয়ারি, ২০২২ ২২:৪৩

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৭জানুয়ারি) বিকালে ওই ইউনিয়নের মাধবপুর গ্রামে নীল গাইটিকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

গ্রামবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমু সরকার বলেন, বিকালে একটি নীল গাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে আটক করে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, মাধবপুর গ্রামে একটি নীলগাই পাওয়া গেছে এমন খবর পেয়ে আমি সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর