২০ এপ্রিল, ২০২২ ১৪:৪৪

৭৬ কিলোমিটার বেগের ঝড়ে হাড়িভাঙ্গা আম চাষিদের স্বপ্নে হোঁচট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

৭৬ কিলোমিটার বেগের ঝড়ে হাড়িভাঙ্গা
আম চাষিদের স্বপ্নে হোঁচট

ঘণ্টায় ৭৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের আঘাতে রংপুরের হাড়িভাঙ্গা আম চাষিদের স্বপ্ন হোঁচট খেয়েছে। বুধবার ভোর রাতে ঝাড়ের কারণে আমের গুটি ঝরে পড়েছে। ফলে আম চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়াও ঝড়ে ভুট্টা, গম, বোরোধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। অনেকস্থানে শিলার আঘাতে টিনে চালা ফুটো হয়ে গেছে। কোথাও কোথাও বোরো ক্ষেত হেলে পড়েছে। 

বদরগঞ্জের শ্যামপুরের আমচাষি শফিকুল ইসলাম, বেলাল হোসেন, শামছুজ্জামান, হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জানান, কালবৈশাখীর আঘাতে আম ঝরে পড়েছে। তারা প্রতিবছর শুধু হাড়িভাঙ্গা আম বিক্রি করে ২০০ কোটি টাকার ওপর আয় করেন। ঝড়ের কারণে অধিকাংশ বাগানের আম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে তাদের সকলের স্বপ্নভঙ্গ হওয়ার পথে। গাছের আম ঝরে পড়েছে। তারা জানান, ঝড়ে আম ছাড়াও কলা, মরিচ, পটল, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

হাড়িভাঙ্গা ছাড়াও ফজলি, কেরোয়া, এছাহাক তেলি, ছাইবুদ্দিন, আশ্বীনি, সাদা নেংড়া, কালা নেংড়া, কলিকাতা নেংড়া, মিশ্রী ভোগ, গোপাল ভোগ, আম্রপলি, সাদা রচি, চোচা, আঁটি জাতীয় আমের ক্ষতি হয়েছে। তবে হাড়িভাঙ্গা আমের ক্ষতিই বেশি হয়েছে। এবার হাড়িভাঙ্গা উৎপাদনের সম্ভাবনা ছিল ১৫ হাজার মেট্রিক টনের ওপর। ঝড়ের কারণে কতটুকু আম ঘরে তুলতে পারবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে আমচাষীরা।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কামরুল হাসান জানান, বুধবার ভোররাত ৩টা ১৩ মিনিটে রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৭৬ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায়  ৬৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, আমের খুব একটা ক্ষতি হবে না। দুই দফা ঝড়ে মিঠাপুকুর উপজেলার দুটি ইউনিয়নে ১০ দশমিক ২৫ হেক্টর জমির বোরো এবং ভুট্টার ক্ষেত আক্রান্ত হয়েছে। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর