২৯ জুলাই, ২০২২ ২২:৩৬

নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস

শেরপুরের নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জুলাই) শুক্রবার বিকালে বাংলাদেশ পাট গবেষলা ইনস্টিউিট আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ আয়োজনে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিনের বৈাশাখী বাজার সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পাট গবেষলা ইনস্টিউিটের মহাপরিচালক (ডিজি) কৃষিবিদ ড. মো.আবদুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোকছেদুর রহমান লেবু।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. মো. এাহমুদ আল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মওদুত আহামেদ, নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা আকতার ও কৃষক মোহাম্মদ আলী। 

এ মাঠ দিবসে ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। পরে ইউনিয়নের সফল ৮ জন কৃষকের মাঝে পাট কাটার বিভিন্ন সরঞ্জামাদী বিতরণ করা হয়। 

বাংলাদেশ পাট গবেষলা ইনস্টিউিটের মহাপরিচালক কৃষিবিদ ড. মো.আবদুল আউয়াল বলেন, ধান আমাদের প্রধান ফসল। তাই বোর ধান আবাদের পর ওই জমিতে পাট চাষ করে পরবর্তিতে আবার ওই জমিতেই আমন ধান আবাদ করতে হবে। একই জমিতে তিনটি ফসল আবাদ করলে কৃষকরা লাভবান হবেন। পাট চাষ করতে বিনামূল্যে বীজ দেওয়া সহ যত ধরনের সহাতার প্রয়োজন আমরা দেবো। হারিয়ে যাওয়া সোনালী আশ পাটকে আমরা আবার ফিরিয়ে আনবো। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের বাচিয়ে রাখতে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। তাই আপনারা বেশী বেশী করে পাট চাষ করবেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর