২ আগস্ট, ২০২২ ১৬:২৯

রংপুরে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আমন চাষিদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আমন চাষিদের

গত কয়েকদিনের বৃষ্টিতে আমন চাষিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ক্ষেতে আমন চাষিদের চারা রোপনের ধুম পড়েছে। 

কৃষকরা জানান, বৃষ্টি নির্ভর আমন ধান রোপন করার পরে পানি নিয়ে দুঃশ্চিনায় ছিলেন তারা। অনেকে সেচের মাধ্যমে ধানের চারা লাগাতে শুরু করেছিলেন। কয়েকদিন থেকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। বৃষ্টি না হলে সেচ দিতে পানি বাবদ বাড়তি খরচ হতো। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যেত। বৃষ্টি হওয়ায় রংপুরের চাষিরা চারা রোপনের বাড়তি খরচ থেকে কিছুটা রেহাই পেল। 

রংপুরের কাউনিয়ার আফজাল, মঞ্জু, পীরগাছার বুলবুল, মাহাবুব, সদরের আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন আমন চাষি বলেন, রংপুর অঞ্চলের কয়েক লাখ আমন চাষি পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছিল। বৃষ্টির দেখা পেয়ে তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। 

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় প্রায় ৬ লাখ ১৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, বৃষ্টি হওয়ায় আমন চাষিদের কিছুটা সাশ্রয় হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর