৩ আগস্ট, ২০২২ ১৫:০২

মিয়ানমারে বিরল প্রজাতির সাদা হাতির জন্ম

অনলাইন ডেস্ক

মিয়ানমারে বিরল প্রজাতির সাদা হাতির জন্ম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিরল প্রজাতির একটি সাদা হাতির জন্ম হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মিয়ানমারে অনেকেই সাদা হাতিকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে। 

গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার জানিয়েছে, রাখাইনে গত মাসে জন্ম নেওয়া সেই হাতিটির ওজন ৮০ কেজি এবং উচ্চতা ছিল আড়াই ফুট। 

জার নান লা নামের ৩৩ বছর বয়সী একটি হাতি সাদা হাতিটির জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় টিভির প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সাদা রঙের বাচ্চা হাতিটি তার মায়ের পিছু পিছু নদী দিয়ে হাঁটছে। 

মিয়ানমারের সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বিরল সাদা হাতির আটটির বৈশিষ্ট্যের মধ্যে সাতটি বৈশিষ্ট্যের অধিকারী বাচ্চা হাতিটি। তার চোখ মুক্তোর রঙের মতো, কলার ডাল আকৃতির পিঠ, সাদা চুল, একটি ব্যতিক্রমী লেজ, ত্বকে বিশেষ চিহ্ন, সামনের পায়ে পাঁচটি নখ এবং পিছনের পায়ে চারটি নখ রয়েছে। হাতিটির কানগুলোও বড়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর