৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:০২

টানা বৃষ্টিতে পাট চাষিদের বেড়েছে ব্যস্ততা

দিনাজপুর প্রতিনিধি

টানা বৃষ্টিতে পাট চাষিদের বেড়েছে ব্যস্ততা

দিনাজপুর জেলায় বেশি পাট চাষ হয় খানসামা উপজেলায়। খানসামায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। পানির অভাবে জাগ দিতে না পারায় বেশির ভাগ পাটগাছ শুকিয়ে নষ্ট হচ্ছিল জমিতেই। অনেকে কৃত্রিম খাল তৈরি করে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে পাট জাগ দিলেও অতিরিক্ত টাকা ব্যয় হওয়ায় চিন্তায় ছিলেন তারা। আশাঙ্কা ছিল পাটের উৎপাদন খরচ তোলা নিয়েও। গত এক সপ্তাহ ধরে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টির ফলে খাল-বিল ও খেতে পানি জমেছে। এতে পাট জাগ দিতে পেরে চাষিদের মুখে আবার হাসি ফুটেছে। শ্রমিকদের বেড়েছে ব্যস্ততা। চাষিদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পাটের দাম কম। খামারপাড়া, ভাবকি ও গোয়ালডিহি ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা যায়, বৃষ্টি হওয়ায় অনেকে পাট কাটছেন। কেউ কেউ পাট জমির কাছাকাছি খাল-বিল ও জমিতে জাগ দিচ্ছেন। নিজেই কাঁধে বয়ে পাট জলাশয়ে নিয়ে যাচ্ছেন অনেকে। চান্দেরদহ এলাকার পাটচাষি গোলাম রাব্বানী বলেন, বছরে এক বিঘা জমি ২০ হাজার টাকা দিয়ে চুক্তি নিয়ে দেড় বিঘা জমিতে পাট চাষ করছি। ১৬ দিন আগে পাট কেটে পানির অভাবে জাগ দিতে না পারায় জমির পাশে স্তূপ করে রেখেছি। গত কয়েক দিনে বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তবে পাট আবাদের শুরুতে অধিক বৃষ্টি আর পরে অনাবৃষ্টির কারণে ফলন বেশি হবে না মলে মনে হচ্ছে। কৃষক সামসুল আলম বলেন, এ বছর তিনি দুই বিঘা জমিতে পাটের আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আশপাশের কোথাও জাগ দেওয়ার মতো পানি না থাকায় পাট কাটেননি। বৃষ্টি হওয়ার পর বেশি করে শ্রমিক নিয়ে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ করছেন।

আবদুর রহিমসহ কয়েকজন পাটচাষি জানান, গত বছরের তুলনায় এবার পাটের দাম কম পাচ্ছেন  তারা। গত বছর প্রতি মণ পাট বিক্রি করেছেন ৩৪০০ থেকে ৩৬০০ টাকায়। এবার বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকায়। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় জানান, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে খানসামায় সর্বাধিক পাটের আবাদ হয়েছে। বৃষ্টি না থাকায় কৃষক জাগ দিতে সমস্যায় পড়েছিলেন। অনেক জমির পাট জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছিল। কয়েক দিন থেকে অনিয়মিত বৃষ্টি হওয়ায় কৃষকরা পাট জাগ দিতে পারছেন। এতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যায়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর