১ নভেম্বর, ২০২২ ১৬:৩৪

ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

রংপুর অঞ্চলের ৫ জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের স্বপ্ন ধানের শীষে দোল খাচ্ছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য ৫ শতাংশ বেশি ধান আবাদ হয়েছে। ফলে কৃষক ও কৃষি কর্মকর্তাদের মাঝে কিছুটা স্বস্তির ভাব দেখা গেছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় ৬ লাখ ১৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে অর্জন হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৯০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

কৃষি অফিসের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত ৬ দশমিক ৮৩ শতাংশ ধান কাটা মাড়াই করে কৃষকরা ঘরে তুলেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে কৃষকরা কাটা মাড়াই শেষ করতে পারবেন।

সিটি কর্পোরেশন এলাকার ১০ নম্বর ওয়ার্ডের আমনচাষি আব্দুল মতিন এক বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন। ফলন ভাল হয়েছে। ১০/১২ দিন পরে তিনি ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভাল ফলন হয়েছে। কাউনিয়ার আফজাল, মঞ্জু মিয়া, পীরগাছার বুলবুল, মাহাবুব ও সদরের আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন আমন চাষি বলেন, এবার ধানের ফলন ভাল হয়েছে। তাদের অনেকে আগাম ধান কেটে ঘরেও তুলেছেন।

কৃষকরা বলেন, কাঙ্খিত বৃষ্টি হওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। বৃষ্টি না হলে সেচ দিতে পানি বাবদ বাড়তি খরচ পড়তো। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যেত। বৃষ্টি হওয়ায় রংপুরের চাষি এবার কিছুটা স্বস্তিতে রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপ-পরিচালক (এলআর) আবু সায়েম বলেন, বৃষ্টি হওয়ায় আমন চাষিদের কিছুটা সাশ্রয় হয়েছে। ফলনও বাম্পার হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর