৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০৪

বাগেরহাটে স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু

বাগেরহাটে নানা আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এর আগে রুপসা-বাগেরহাট পুরাতন সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। 

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সামাদ, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক ভাবে চাষাবাদ করতে সরকার সব ধরনের সহায়তা করে যাচ্ছে। সুস্থ ভাবে বাঁচতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। এজন্য বিষমুক্ত কৃষির কোনো বিকল্প নেই।

এই মেলায় মোট ১৬ টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ  নিরাপদ ও বিষমুক্ত কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর