৩০ মার্চ, ২০২৩ ০০:০৩

বৃষ্টি নিয়ে আতঙ্কে বরগুনার তরমুজ চাষিরা

বরগুনা প্রতিনিধি

বৃষ্টি নিয়ে আতঙ্কে বরগুনার তরমুজ চাষিরা

প্রতীকী ছবি

একটানা ৪ দিন থেমে থেমে ভারি বৃষ্টিতে বরগুনার তরমুজ ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বুধবার রাতে আবারো ভারী বর্ষণ হওয়ায় নতুন করে ক্ষতির মুখে পড়েছেন তরমুজ চাষিরা।

বুধবার রাত ১০টা থেকে বরগুনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানোর সাথে শুরু হয় বৃষ্টি। ৪ দিনের ভারি বর্ষণে বরগুনায় ২৪ হেক্টর জমির তরমুজ সম্পূর্ণ ক্ষতির কথা জানিয়েছে কৃষি বিভাগ। এতে বাজার মূল্যে ৩ কোটি ৪৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

নতুন করে আবার বৃষ্টি শুরু হাওয়ায় তরমুজ চাষিরা নিঃস্ব হবার পথে। বেশীর ভাগ তরমুজ চাষি ব্যাংক এবং এনজিও থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে তরমুজ চাষে বিনিয়োগ করেছে। অনেকে জমি লিজ নিয়ে তরমুজের আবাদ করেছে।

বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের চরখালী গ্রামে ১ লক্ষ টাকায় ৮ কানি জমি লিজ নিয়ে প্রথমবারের মত তরমুজ চাষ করে যুবক আরিফ হোসেন। বুধবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে আরিফ বলেন, আর মনে হয় রক্ষা হলো না। ফলন ভালো হয়েছিল। ইতোমধ্যে অনেক গাছ পচে গেছে। আবারও বৃষ্টি হওয়ায় শেষ রক্ষা হলো না।

এদিকে মাঠে নির্ঘুম রাত পার করছেন কৃষকরা। ভোর হলে জমিতে জলাবদ্ধতা নিষ্কাশনে নেমে পড়বেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর