১৫ এপ্রিল, ২০২৩ ১৫:২৬

ভালুকায় ছাগল পালনে খামারি মাঠ দিবস

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় ছাগল পালনে খামারি মাঠ দিবস

ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের আওতায় ভালুকা উপজেলার ছাগল পালন খামারিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শনিবার সকালে উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত হাইস্কুল মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ছাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমারী খাতুন, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, অধ্যাপক মো. আমির হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ড. গৌতম কুমার দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. হাবিবুর রহমান।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বার ও অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ক মুনতাজ আহমেদ, খামারি মনিরুজ্জামান নয়ন প্রমুখ।

মাঠ দিবসে খামারিদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে করণীয়, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

দিনব্যাপী খামারি মাঠ দিবসের এই অনুষ্ঠানে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও, শিরিরচালা, পাঁচপাই, হবিরবাড়ি, বড়চালাসহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক খামারি অংশগ্রহণ করেন।    


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর