১ নভেম্বর, ২০২৩ ১৯:৫৩

বালিয়াকান্দিতে ৯১ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

বালিয়াকান্দিতে ৯১ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এসব উপকরণ বিতরণ করেন।

জানা গেছে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্নভিত্তিক একক প্রদর্শনীর আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বারি সরিষা-১৪ জাতের সরিষা বীজ, সার, ঔষুধসহ একটি করে প্রদর্শনী বোর্ড দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক ৫০ শতক জমিতে তেলজাতীয় বীজের চাষ করবেন। উপজেলায় ৪ হাজার ৫৫০ শতক জমিতে সরিষা চাষ হবে।

কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় উপজেলাতে ৫ হাজার ২৮০ জন কৃষক-কৃষাণীর অন্তর্ভুক্ত হবেন।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর