২৪ জানুয়ারি, ২০২৪ ১১:৫৪

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

পঞ্চগড়ে ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু জনজীবন। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোনো মতেই যেন জেলায় শীতের ঠাণ্ডার তাণ্ডব কমছে না। প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগে ঘন কুয়াশা ও ঠাণ্ডার প্রকোপ শুরু হয়।

শীতার্ত মানুষ শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের মধ্যে ভোগান্তি সবচেয়ে বেশি। অতিরিক্ত ঠাণ্ডায় এসব মানুষের আয় রোজগারে ভাটা পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর