৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:০৬

রংপুর অঞ্চলে ৪০ লাখ টাকার বেশি চিনাবাদামের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর অঞ্চলে ৪০ লাখ টাকার বেশি চিনাবাদামের উৎপাদন

চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী) চিনাবাদামের চাষ বেড়েছে। এ মৌসুমে রংপুর অঞ্চলে ৫ হাজার ৫১২ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। এ পরিমান জমি থেকে ১২ হাজার ৫৫৮ মেট্রিক টন চিনাবাদাম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি মেট্র্রিক টন সোয়া তিন লাখ টাকার ওপরে বিক্রি হবে। সেই হিসেবে চলতি মৌসুমে ৪০ লাখ টাকার বেশি বাদাম উৎপাদন হয়েছে। খরচ তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চলের চাষিদের মধ্যে চিনাবাদম চাষে আগ্রহ বেড়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে এ অঞ্চলে সবচেয়ে বেশি চিনাবাদামের চাষ হয়েছে কুড়িগ্রাম জেলায়। এ জেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরে প্রচুর পরিমাণ চিনাবাদাম চাষ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় এ মৌসুমে চিনাবাদাম চাষ করা হয়েছে মোট ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে। গাইবান্ধা জেলায়ও এ মৌসুমে চিনাবাদামের চাষ বেড়েছে। গাইবান্ধা জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত ২৮টি ইউনিয়নের ১৫০টির বেশি চরে মোট এক হাজার ৯২৫ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। এ ছাড়া রংপুর জেলায় ২২০ হেক্টর, লালমনিরহাট জেলায় ৪৬২ হেক্টর ও নীলফামারী জেলায় ৫৫ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। 

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, বিগত বছরগুলোর তুলানায় এবার বেশি পরিমান জমিতে বাদাম চাষ হয়েছে। কৃষকরাও ভালো দাম পাবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর