১৫ মে, ২০২৪ ১৬:৪৭
সমীক্ষা প্রতিবেদন

দাবদাহে চুয়াডাঙ্গাসহ চার জেলায় কৃষিখাতে ক্ষতি ৩৬৩ কোটি টাকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দাবদাহে চুয়াডাঙ্গাসহ চার জেলায় কৃষিখাতে ক্ষতি ৩৬৩ কোটি টাকা

দাবদাহের প্রভাবে চলতি বছর চুয়াডাঙ্গা জেলাসহ পাশের তিন জেলাতে কৃষিখাতে অন্তত ৩৬২ কোটি ৬২ লাখ টাকা ক্ষতি হতে পারে। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলাতে মৎস্য খাতে ৯৭ কোটি ৮৮ লাখ ও প্রাণিসম্পদ খাতে ৯৬ কোটি ৩৩ লাখ টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এ ছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার জীবন-জীবিকায় অন্তত এক হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার বেলা ১১টায় ওয়েভ ট্রেনিং সেন্টারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

সমীক্ষার মুখ্য গবেষক মোহা. হাসান আলী জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ, পরিবেশ ও জীবন-জীবিকার উপর তীব্র দাবদাহের প্রভাব মূল্যায়ন বিষয়ক একটি সমীক্ষা পরিচালনা করা হয়। এতে এসব তথ্য ওঠে এসেছে, যা আগামীতে এ অঞ্চলের মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

সংবাদ সম্মেলনে সমীক্ষা পরিচালনাকারী দলের পক্ষে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের মুখ্য গবেষক ড. মোহা. হাসান আলী, সংগঠনের উপদেষ্টা আব্দুস শুকুর, উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস সালাম ও কামরুজ্জামান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর