৩১ মে, ২০২৪ ০৬:০৭

মাগুরায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে পিঁয়াজের বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে পিঁয়াজের বীজ ও সার বিতরণ

মাগুরা সদর উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এসব বিতরণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. তোফাজ্জেল হক প্রমুখ।

সদর উপজেলার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর